ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩৮ আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত হতো। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ১০০ জনের বেশি। 

স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) সকালে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা।

 

ইরাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান জানান, বাগদাদের আল তায়রান স্কয়ারে শ্রমিকদের ভিড়ে দুই আত্মঘাতী হামলাকারী তাদের কোমরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আল তায়রানের সামনে সব সময়ই প্রচুর জনসমাগম থাকে। কাজের সন্ধানে সকালে শ্রমিকরা সেখানে জমায়েত হয়েছিল।

ইরাক পুলশ ও হাসপাতাল সূত্র জানায়, হামলার ঘটনায় সর্বশেষ ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০জনের বেশি, যাদের বেশির ভাগ হাসপাতালে ভর্তি হয়েছেন।  

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।  

ফোরাত নদীর আল জুমারিয়াহ সেতুর সঙ্গে পূর্ব বাগদাদ শহরের প্রধান সংযোগস্থল আল তায়রান। হামলার পর থেকে এ এলাকার বেশ ক’টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।  

কোন দল এখনো পর্‍যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত ১৩ জানুয়ারি বাগদাদে আরও একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে মারা যায় আটজন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।