ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উইন্টার অলিম্পিকে দুই কোরিয়া এক পতাকা নিয়ে মার্চ করবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
উইন্টার অলিম্পিকে দুই কোরিয়া এক পতাকা নিয়ে মার্চ করবে ২০০৩ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্টুডেন্টস গেমসে দক্ষিণ কোরিয়ার সমর্থকরা দু্‌ই কোরিয়ার অভিন্ন পতাকা নাড়ছেন। ফাইল ছবি

আসন্ন উইন্টার অলিম্পিকসে দুই কোরিয়ার অ্যাথলেটরা এক সঙ্গে মার্চ করবেন। এ ব্যাপারে দু’পক্ষ একমত হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার পিয়েঅংচাংয়ে  অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্রীড়াযজ্ঞ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বুধবার।

সিদ্ধান্ত হয়েছে দুই কোরিয়ার আইস হকি দল মিলে একটি দল হবে।

দু’দেশের মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজি)  বুধবার অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। গেমসের সব কার্যক্রমই চলবে যৌথভাবে। তারা প্রশিক্ষণও নেবে এক সঙ্গে । সাংস্কৃতিক কার্যক্রমও তারা চালাবে যৌথভাবে।

গেমসে উত্তর কোরিয়া ২৩০ জন সমর্থকের একটি দল  পাঠাবে যারা খেলোয়াড়দের সমর্থন ও উৎসাহ যোগাবে।

সব মিলিয়ে উইন্টার গেমসটি হবে দু’দেশের মধ্যে উত্তেজনা নিরসন ও সম্প্রীতি বাড়ানোর এক সুবর্ণ সুযোগ।
বাংলাদেশ সময়:২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।