ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা জাম্বু ও কাশ্মীরের ইন্দো-পাক আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলি

ঢাকা: জাম্বু ও কাশ্মীরের ইন্দো-পাক আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় বেসামরিক দুই নাগরিক ও এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালের এ ঘটনায় নিহতদের মধ্যে ৫২ বছরের এক নারীও আছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।



আগের রাতে (১৮ জানুয়ারি) জাম্বু এলাকার আরএস পুরা ও আর্নিয়া অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)  হেড কনস্টেবল ও ১৭ বছরের একটি মেয়েকে হত্যা করা হয়। ভারতীয় কর্মকর্তাদের মতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।

রাজ্যের পুলিশ প্রধান শেশ পল ভয়েড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার সকালে পাকিস্তানি বাহিনীর হামলায় একজন বিএসএফ জওয়ান ও দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আগের রাত থেকে পাকবাহিনী গুলি চালিয়ে যাচ্ছে।  

রাজৌরি ডেপুটি কমিশনার ড. শহীদ ইকবাল চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনীর গোলা বর্ষণ একটি সতর্কতা।

জাম্বু ও কাশ্মীর পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর গুলি চালানোর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে এ এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতীয় সেনাদের হাতে সাত পাকিস্তানি সেনা নিহত হন।

বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএসএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।