ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে হোটেলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯, বিদেশি ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
কাবুলে হোটেলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯, বিদেশি ১৪ কাবুলের পাঁচ তারকা হোটেলে হামলা (ছবি: সংগৃহীত)

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবানের পাঁচ বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জনই  বিদেশি।

রোববার ( ২১ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

কাবুলের পুলিশ বলছে, নিহতদের মধ্যে ৯ জন ইউক্রেনের, একজন জার্মানির, একজন গ্রিসের এবং একজন কাজাকিস্তানের নাগরিক রয়েছেন।

বাকি দুই বিদেশির নানপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরীর সিটি হাসপাতালে ১৯টি মরদেহ রাখা হয়েছে।

এছাড়া এ হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ সদস্যসহ মোট ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হোটেলটি নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদেশিসহ ১৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে পাঁচ বন্দুকধারী হোটেলে প্রবেশ করে ‘বিদেশিরা কোথায়’ জিজ্ঞেস করে গুলি ছুড়তে থাকে। এসময় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর রোববার সকালে হামলাকারীদের হত্যা করে হোটেলটি মুক্ত করা হয়।

রাষ্ট্রমালিকানাধীন এ হোটেলটিতে  প্রধাণত বিয়ে ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর আগে, ২০১১ সালে তালেবানের হামলায় এ হোটেলে ২১ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।