ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ সুখোই-২৫ জেট ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সিরিয়ায় রুশ সুখোই-২৫ জেট ভূপাতিত ভূপাতিত রুশ সুখোই-২৫ জেটের অংশ বিশেষ

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরের কাছে রাশিয়ার একটি যুদ্ধবিমান ‘সুখোই-২৫ জেট’ গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রুশ এ জেটি ভূপাতিত করার ঘটনা ঘটে। তবে সিরিয়ার কোনো বিদ্রোহী সংগঠন এর দায় স্বীকার করেনি।

বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার আগে জেটটি থেকে পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় পাইলটকে আটক করা হয়েছে। তবে কে বা কারা পাইলটকে আটক করেছে এবং তার কি পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কে বা কারা গুলি করে জটিকে ভূপাতিত করেছে তা না জানা গেলেও, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে আটক পাইলটকে ইতোমধ্যেই হত্যা করা হয়েছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেটটি ভূপাতিত হওয়ার পরও পাইলট বেঁচে ছিলেন। আটক পর তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাইলটের মরদেহ উদ্ধারে সব সম্ভাব্য প্রচেষ্টা করা হবে বলেও জানানো হয়।

দীর্ঘদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে সরকারবিরোধী বিদ্রোহীদের দমনে দেশটিতে অভিযান চালাচ্ছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমএসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।