ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১১ সেনাঘাঁটি, ছবি: এএফপি থেকে নেওয়া

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  আহতদের উদ্ধার করে স্থানীয় একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (০৩ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে সেনাদের খেলাধুলার জায়গায় এ হামলা চালানো হয়েছে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আবারো হামলার হুমকি দিয়েছে তেহরিক ই তালেবান।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর জানায়, ‘সন্ধ্যায় সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। ঠিক তখনেই এ আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান। ’ হামলার সময় বেসামরিক নাগরিকরাও উপস্থিত ছিলেন।  

পাকিস্তানি প্রধানমন্ত্রী খাকান আব্বাসি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা যু্দ্ধ চালিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।