ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে নৌকাডুবিতে ১৭ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
চীনে নৌকাডুবিতে ১৭ জনের প্রাণহানি নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে (সংগৃহীত ছবি)

চীনের দক্ষিণাঞ্চলে দুইটি নৌকা ডুবে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গুইলিন শহরের তাউহুয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ড্রাগন নৌকা উৎসবে অংশ নিতে অনুশীলন করছিলেন প্রতিযোগীরা। অন্যদিক থেকে একটি নৌকা এসে ধাক্কা দেয়। দুই নৌকায় প্রায় ৫৭ জন ছিলেন।  

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। প্রায় ২০০ উদ্ধার কর্মী কাজ শুরু করেন।  
 
দুই নৌকার যাত্রীরা কেউই লাইফজ্যাকেট পরা ছিলেন না বলে জানা গেছে।  

গুইলিন পুলিশ বলছে, গ্রামবাসী পুলিশকে না জানিয়েই এ নৌকাবাইচের আয়োজন করে।  

ডুয়ানওয়ু উৎসব বা ড্রাগন নৌকা উৎসবে নৌকাবাইচের সময় নিরাপত্তা জোরদার করে দেশটির সরকার। এশিয়ার বিভিন্ন দেশে ড্রাগন নৌকা প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। প্রয়াত চৈনিক কবি কুই ইউয়ানের স্মরণে এক হাজারেরও বেশি সময় ধরে পালন করা হচ্ছে ড্রাগন নৌকা উৎসব। এ বছর আগামী ১৮ জুন উৎসবটি চীনে উদযাপন করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।