ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিগগিরই ক্ষমা পাবেন কারাবন্দি আনোয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১১, ২০১৮
শিগগিরই ক্ষমা পাবেন কারাবন্দি আনোয়ার আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও সমকামীতার অভিযোগে কারাবন্দি আনোয়ার ইব্রাহিমকে শিগগিরই মুক্ত করা হতে পারে এবং এক সপ্তাহের মধ্যেই তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমা করবেন মালয়েশিয়ার রাজা। 

শুক্রবার (১১ মে) মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানালেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।

আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আযিযা বলেন, যত দ্রুত সম্ভব ক্ষমা মঞ্জুর করতে ইচ্ছুক রাজা।

যদি কারাগারের পরিচালক সন্তুষ্ট থাকেন, তবে তাকে (আনোয়ার ইব্রাহিম) দুই থেকে তিন দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।  

গত বৃহস্পতিবার (১০ মে) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা মাহাথির জানিয়েছেন, আনোয়ার ক্ষমা পেয়ে রাজনীতিতে যোগ দানের পর মাহাথির নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। অথচ, দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগে আনোয়ারকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে কারাগারে পাঠিয়েছিলেন এই মাহাথিরই।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে আনোয়ারের কারামুক্তির ইঙ্গিত দেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির বলেন, আনোয়ারকে সম্পূর্ণ ক্ষমা করা হবে। ক্ষমা মঞ্জুরের সঙ্গে সঙ্গে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে অংশ নিতে পারবেন।  

তিনি আরও বলেন, আনোয়ারের জন্য মন্ত্রীসভার সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে পরিবর্তনের প্রতি আস্থা রাখার জন্য মালয়েশিয়ার জনগণকে ধন্যবাদ জানান আনোয়ার। পাশাপাশি নতুন সরকারকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে থাকবে বলে জানান তিনি।  

বুধবার (০৯ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে (বিএন) বিপুল ব্যবধানে পরাজিত করেন। এক সময় এই জোটের হয়ে তিনি ২২ বছর কঠোর হাতে মালয়েশিয়া শাসন করেন তিনি।

বৃহস্পতিবার (১০ মে) শপথ নেওয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রীর খেতাব লাভ করেন মাহাথির।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।