ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৪, মে ২৫, ২০১৮
‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া ট্রাম্প ও কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক বাতিল করে দিলেও এখনও ‘যেকোন সময়’ পিয়ংইয়ং আলোচনায় প্রস্তুত।

বৃহস্পতিবার (২৪ মে) বৈঠকটি বালিত করে কিমকে একটি চিঠি পাঠান ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে বৈঠক বাতিলের কারণ হিসেবে বলা হয়, আপনার (কিম জং-উন) সাম্প্রতিক বিবৃতিতে জঘন্য ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা প্রকাশ পাওয়ায় আমি (ট্রাম্প) অনুমান করছি দীর্ঘ প্রত্যাশিত এ বৈঠকটি সঠিক হবে না।

পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয়া ‘পুঙ্গেরি’ পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার কয়েক ঘণ্টা ব্যবধানে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার প্রস্তাবিত সময় ছিলো।  

ওই চিঠির পর এক প্রতিক্রিয়ায় উত্তরের উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি-গুয়ান মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান দূরত্ব কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া একটি বিশাল সুযোগ হারিয়েছে উল্লেখ করে চিঠির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিম যদি তার মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন করতে পারেন, তাহলে তিনি যেনো আমাকে বৈঠকের আহ্বান জানান।

ট্রাম্প এও বলেন, বৈঠকটি ছিল উত্তর কোরিয়ার জন্য একটি সমৃদ্ধি ও শান্তির পরিকল্পনা। তারা সে পরিকল্পনার সুযোগ হারিয়েছে। প্রকৃতপক্ষে তাদের এই হারানোটি ইতিহাসে একটি খারাপ মুহূর্ত হিসেবে থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।