ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় নিপা ভাইরাস ছড়াচ্ছে না বাদুড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কেরালায় নিপা ভাইরাস ছড়াচ্ছে না বাদুড় প্রতীকী ছবি

গত কয়েকদিনে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এই ভাইরাসে আক্রান্ত অন্তত ২০ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু থেকেই বাদুড় থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করা হয়। 

তবে ভোপালের সরকারি পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, বাদুড় থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে না।  

কোঝিকোদি জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়।

তাদের বাড়ির কুয়োতে মৃত বাদুড় পাওয়া যায়। ধারণা করা হচ্ছিলো, এই কুয়োর পানি খেয়েই তারা নিপা ভাইরাসে আক্রান্ত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কুয়োতে মৃত বাদুড়ের নমুনা ভোপালের অ্যানিমিল ডিজিজ ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানান, বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ হচ্ছে না।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন তথ্যে রাজ্যে শঙ্কা আরও বেড়েছে।

তবে কর্তৃপক্ষ এই ভাইরাস কোথায় থেকে ছড়াচ্ছে তা জানতে জোর গবেষণা শুরু করেছে। আক্রান্তদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।    

কেরালায় সতর্ক অবস্থা জারি করেছে রাজ্য সরকার।  

এখন পর্যন্ত নিপার কোনও টিকা আবিস্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সাপোর্টিভ কেয়ার দেওয়া ছাড়া কোনও চিকিৎসা নেই।

২০০৪ সালে এই ভাইরাসে আক্রান্ত বাদুড়ের দ্বারা দূষিত খেজুরের রস খেয়ে বাংলাদেশে বহু মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।