ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প-কিমের বৈঠক মঙ্গলবার সকালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ট্রাম্প-কিমের বৈঠক মঙ্গলবার সকালে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প ও কিম। ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সাক্ষাৎ হবে মঙ্গলবার (১২ জুন) স্থানীয় সময় সকাল ৯টায়। এরপরেই দেশটির সেন্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেলো হোটেলে বসবে তাদের বৈঠক।

দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠককে কেন্দ্র করে ১১ থেকে ১২ জুন দুইদিন ওই হোটেলটি পুরোপুরি বুকিং থাকবে।

বহুল প্রত্যাশিত এ বৈঠকের সংবাদ সংগ্রহ করতে সিঙ্গাপুর শহরের কেন্দ্রস্থলের এফ১ পিট বিল্ডিংয়ে কাজ করছেন তিন হাজার সাংবাদিক।

এদিকে, এই শীর্ষ সম্মেলন উপলক্ষে এশিয়ার সবচেয়ে বড় স্থানগুলোর এ সমাগমস্থলটিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।