ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানচেস্টারে গুলিতে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ম্যানচেস্টারে গুলিতে আহত ১০ ম্যানচেস্টারের মস সাইড এলাকায় গুলি বিনিময়ে ১০ জন আহত হয়েছেন।

ঢাকা: ইংল্যান্ডের ম্যানচেস্টারের মস সাইড এলাকায় গুলি বিনিময়ে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি-না তা এখনও জানা যায়নি।

রোববার (১২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির পুলিশ বলছে, স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাউসবাই জংশনের পাশে ক্লেয়ারমন্ট সড়কে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এতে আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

পুলিশ আরও বলছে, আহত লোকজনের অধিকাংশই ক্যারিবিয়ান কার্নিভালে অংশ নেন। কার্নিভালটি এ ঘটনার কিছু সময় আগে শেষ হয়েছিল।  

পুলিশ কর্মকর্তা ডেবি ডুলি বলেন, বিভিন্ন ধরনের জখম নিয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে সুখবর হলো, আহতদের কারোরই অবস্থা তেমন গুরুতর নয়।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষ হলে ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যাবে। এ অঞ্চলের নিরাপত্তার জন্য বাহিনীর অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে। তারা অঞ্চলটিতে টহল দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।