ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অবসরে যাচ্ছেন আলিবাবার প্রতিষ্ঠাতা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
অবসরে যাচ্ছেন আলিবাবার প্রতিষ্ঠাতা  জ্যাক মা

ঢাকা: বিশ্বের সর্ববৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান ‘আলিবাবার’ অন্যতম প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে অবসরে গেলেও প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন তিনি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার (১০ সেপ্টেম্বর) অবসরে যাবেন এ উদ্যোক্তা। অবসরে যাওয়ার পর মানবসেবা ও শিক্ষা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

 

১৯৯৯ সালে জ্যাক মা ও কয়েকজন মিলে আলিবাবা নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এখন এটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান।  

বর্তমানে আলিবাবার ৪০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি বাজার রয়েছে। তাদের বাজারের মধ্যে রয়েছে- অনলাইনে বিক্রি, চলিচ্চিত্র তৈরি ও ক্লাউড কম্পিউটিং।  

অবসরের দিন ৫৪তে পা রাখবেন এই উদ্যোক্তা। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ চার হাজার কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, চীনের তৃতীয় ধনী তিনি।

গত সপ্তাহে ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একটি ব্যক্তিগত ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান। যা হবে অনেকটা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো।  

তিনি গেটসের প্রশংসা করে বলেন, তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। এ উদ্যোক্তা আরও বলেন, আমি খুব সমৃদ্ধ হতে পারবো না। তবে আগেভাগেই অবসরে গেলে একটা কাজ আমি ভালোভাবে করতে পারবো। আমার মনে হয় শিক্ষকতায় ফিরে যাওয়া উচিত। আলিবাবার প্রধান নির্বাহীর চেয়েও এটি ভালোভাবে করতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।