ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার রাজস্থানে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব, সতর্ক ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এবার রাজস্থানে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব, সতর্ক ভারত মশাবাহিত বিভিন্ন রোগে সংক্রমিত হয়ে হাজারও ভারতীয় মারা যান

ঢাকা: ভারতের রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরে এবার জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। পর্যটন আকর্ষণীয় অঞ্চলটিতে বিশেষজ্ঞও পাঠানো হয়েছে ইতোমধ্যেই। 

এ শহরের ২২ জনের স্বাস্থ্য পরীক্ষায় জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া গর্ভবতী নারীদের বিশেষ নজরে রাখা হচ্ছে।

 

সোমবার (৮ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য দেয়।

তাতে বলা হয়, এ অঞ্চলের গর্ভবতী নারীদের ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সারাদেশের স্বাস্থ্যসেবার জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। এছাড়াও এ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।  

টরেন্টোভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মেডিকেল অ্যাসিসটেন্স টু ট্রাভেলার্স (আইএএমএটি) এ অঞ্চলে গর্ভবতী নারীদের ভ্রমণ স্থগিতের পরামর্শ দিয়েছে।

জিকা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় ১৯৪৭ সালে। ২০১৫ সালে ভাইরাসটি ব্রাজিলে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এর কারণে মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে অনেক শিশু জন্মগ্রহণ করে। যা শিশুর মস্তিষ্কজনিত সমস্যা তৈরি করে।

তৃতীয়বারের মতো এ ভাইরাস ছড়াচ্ছে ভারতে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে আহমেদাবাদে প্রথম ও একইবছর জুলাইয়ে তামিল নাডুতে এ ভাইরাসের সংক্রমণ হয়।

দেশটির সরকার বলছে, এর আগেরবার উভয়ক্ষেত্রেই ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর মশাবাহিত বিভিন্ন রোগে সংক্রমিত হয়ে হাজারও ভারতীয় মারা যান।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।