ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলের শিশু-অধ্যক্ষসহ ৮১ জন অপহরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
স্কুলের শিশু-অধ্যক্ষসহ ৮১ জন অপহরণ ক্যামেরুন নিরাপত্তা বাহিনী, ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যামেরুনে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু, অধ্যক্ষসহ ৮০ জনেরও বেশি লোককে অপহরণ করা হয়েছে। তার মধ্যে বেশির ভাগই শিশু বলে দেশটির সরকার এবং সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলের বেমেন্দা শহরের একটি স্কুল থেকে তাদের অপহরণ করা হয়।

এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

এছাড়া কারা এ অপহরণ করতে পারে, তারও কোনো সূত্র পাওয়া যায়নি।

তবে মধ্য আফ্রিকার এ দেশটিতে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা দেশটির প্রেসিডেন্ট পোল বিয়ার ফ্রেঞ্চ ভাষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এ প্রতিবাদে তারা কারফিউ জারি করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, স্কুলের অধ্যক্ষসহ ৮১ জনকে অপহরণ করা হয়েছে। তার মধ্যেই অনেকেই শিশু।

ক্যামেরুন সরকারের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটির নজর রাখা হচ্ছে। কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।