ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হকিংয়ের সেই হুইলচেয়ার বিক্রি হলো ৪ লাখ ডলারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
হকিংয়ের সেই হুইলচেয়ার বিক্রি হলো ৪ লাখ ডলারে হকিংয়ের সেই হুইলচেয়ার, ছবি: সংগৃহীত

ঢাকা: যে লাল রঙের হুইলচেয়ারে বসে কিংবদন্তি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের শেষ বছরগুলো কাটিয়েছিলেন, সেই চেয়ারটি প্রায় চার লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) ব্রিটেনের নিলামকারী সংস্থা ‘ক্রিস্টিজ’ অনলাইন নিলামে তোলে হুইলচেয়ারটিসহ তার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, হকিংয়ের ব্যবহার করা মোটরচালিত ওই হুইলচেয়ার, একাধিক নিবন্ধের পাণ্ডুলিপি ও বেশ কিছু মেডেল নিলামে বিক্রি হয়েছে।

এছাড়াও নিলামে তোলা হয়েছে হকিংয়ের সই করা ও আঙুলের ছাপ দেওয়া বই ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’র একটি কপি ও ১৯৬৫ সালে লেখা একটি গবেষণাপত্র।

হকিংয়ের লেখা ‘প্রপার্টি অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস’ নামের গবেষণাপত্রটি বিক্রি হয় সাত লাখ ৬৭ হাজার ডলারে। এছাড়া হকিংকে নিয়ে লেখা টেলিভিশন সিরিয়াল ‘দ্য সিম্পসনস’ চিত্রনাট্যটি বিক্রি হয়েছে আট হাজার ডলারের বেশি দিয়ে।  

গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিলামে স্টিফেন হকিংয়ের ২২টি জিনিস তোলা হয়।

এ বছরের মার্চে ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান স্টিফেন হকিং।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।