ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত লাশঘরে ইসরায়েলি হামলায় নিহত হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গাজা অঞ্চলে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের একজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নূর বারাকা নামে ওই কমান্ডারকে হত্যা করতে গুপ্তহামলা (স্টিং অপারেশন) চালানোর পর অভিযানে অংশ নেওয়া কমান্ডোদের পালানোর পথ তৈরি করতে বিমান হামলাও চালানো হয়।

রোববারের (১১ নভেম্বর) ওই হামলার পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গাজা থেকে রকেটও ছোড়া হয়েছে। আর ‘অপারেশনকালে’ এক কর্মকর্তা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলও।

এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি দল চোরাগোপ্তা কায়দায় একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের নেতা নূর বারাকাকে হত্যা করে।

এর প্রেক্ষিতে হামাসের সদস্যরা ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। সেসময় দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এসময় ইসরায়েলি কমান্ডোদের সরিয়ে নিতে একটি যুদ্ধবিমান থেকে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে প্রাণ যায় আরও ছয় ফিলিস্তিনির।

দখলদার ইসরায়েলি বাহিনী গত ২ জুনও গাজায় হামলা চালায়। পশ্চিমা অনেক দেশে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত হামাসকে লক্ষ্য করেই সে হামলা চালানোর দাবি করে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।