ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে স্কুলভ্যানকে বাসের ধাক্কা, ৭ শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মধ্যপ্রদেশে স্কুলভ্যানকে বাসের ধাক্কা, ৭ শিশুসহ নিহত ৮ বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যাওয়া স্কুলভ্যান। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে স্কুলভ্যানকে বাসের ধাক্কায় চালকসহ নিহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে সাতজনই শিশু। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) মধ্যপ্রদেশের সাতনা জেলায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে আরও আটজন আহত হয়েছেন।

নিহত শিশুরা সাতনা জেলার বিরসিংহপুরের লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।  

তিনি  টুইটে জানিয়েছেন, ‘সাতনা সড়ক দুর্ঘটনার খবর সত্যিই দুঃখজনক। এই ঘটনায় নিহত শিশুদের পরিবারের জন্য আমি খুবই ব্যথিত। তাদের আত্মার শান্তি কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।