ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোটরবাইক নিয়ে স্টান্টবাজিতে প্রাণ গেলো ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
মোটরবাইক নিয়ে স্টান্টবাজিতে প্রাণ গেলো ২ জনের দিল্লির সিগনেচার ব্রিজ। ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য খুলে দেওয়া ভারতের দিল্লির সিগনেচার ব্রিজে মোটরবাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই তরুণ।

শুক্রবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে ডিভাইডার ভেঙে প্রায় নিচে পড়ে যায় ওই দুই তরুণ।

পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের পরিচয় পাওয়া যায়নি এখনও। পুলিশ ধারণা করছে, চলন্ত অবস্থায় সেলফি তুলতে দিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

গত ৪ নভেম্বর যমুনা নদীর ওপর নির্মিত দিল্লির সিগনেচার ব্রিজটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।