ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মেক্সিকোতে মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা মেক্সিকোর গুয়াদালাজারা শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে দু’ নিরাপত্তাকর্মী। ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর গুয়াদালাজারা শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শনিবার (১ ডিসেম্বর) সকালে কনস্যুলেটটিতে এ হামলা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শপথ নেওয়ার আগে মার্কিন কনস্যুলেটে এ হামলার ঘটনা ঘটে।

 

এ হামলার ঘটনায় তদন্তে নেমেছে দেশটির কর্তৃপক্ষ।  

এছাড়া তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। জালিসকো রাজ্যের সরকারি কৌঁসুলিরা টুইট বার্তায় জানিয়েছেন, ফেডারেল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই এ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এপি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।