ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর উরজিৎ প্যাটেলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ভারতের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর উরজিৎ প্যাটেলের পদত্যাগ আরবিআই’র গভর্নর উর্জিত প্যাটেল। ছবি: সংগৃহীত

ঢাকা: রিজার্ভ ব্যাংক ভারতের (আরবিআই) গভর্নর  উরজিৎ প্যাটেল পদত্যাগ করেছেন।

সোমবার (১০ ডিসেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে উরজিৎ প্যাটেল লিখেছেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আরবিআই’র সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মীদের সমর্থন, কর্মকর্তা ও ব্যবস্থাপনার কঠোর পরিশ্রম উল্লেখযোগ্য।

তবে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতেই কারণেই গভর্নরের পদ থেকে সরে দাঁড়ালেন উরজিৎ প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।