ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ পুলিশ সদস্য নিহত নিরাপত্তাকর্মীদের তৎপরতা। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত তিন পুলিশ সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজ্যের শোপিয়ান জেলায় পুলিশের একটি চৌকিতে এ হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শোপিয়ান জেলার জাইনপোরা গ্রামে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার জন্য একটি পুলিশ চৌকি মোতায়েন করা হয়।

এই চৌকিটি সংশ্লিষ্ট পুলিশ স্টেশন, সিআরপিএফ এবং সেনা ক্যাম্প থেকে প্রায় ২০০ মিটার দূরে।

পুলিশ চৌকিতে হামলা করে সেখানের চারটি অস্ত্র নিয়ে হামলাকারীরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।