ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

বিজেপির ভরাডুবি, এগিয়ে কংগ্রেস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বিজেপির ভরাডুবি, এগিয়ে কংগ্রেস প্রধানমন্ত্রী ও বিজেপির নরেন্দ্র মোদী এবং কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ছাপিয়ে চারটিতে এগিয়ে গেছে কংগ্রেস। তবে মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে মধ্যপ্রদেশের চিত্র। রাজ্যটিতে কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস, কখনও বিজেপি।

একইসঙ্গে চলা অন্য চার রাজ্য রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে নির্বাচনী ফল প্রায় স্পষ্ট। ওই চার রাজ্যে বিজেপিকে টপকে কংগ্রেস অনেকটা এগিয়েই আছে।

তার মধ্যে ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে কংগ্রেসের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের মধ্যে চারটিতে প্রায় স্পষ্ট। তবে মধ্যপ্রদেশে চলছে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। সবার নজড় এখন এ রাজ্যেই।

ছত্তিশগড়ে কংগ্রেসের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। রাজ্যটিতে ৯০ আসনের বিধানসভায় ইতোমধ্যেই ম্যাজিক ফিগারের থেকেও বেশি এগিয়ে কংগ্রেস। ফলে ১৫ বছরের বিজেপি সরকারের পতন হতে চলেছে এখানে। আর তাতে গদি হারাবেন রমণ সিং।

রাজস্থানেও কংগ্রেসের ভালো অবস্থা। রাজ্যটির বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার গদিও গেলো গেলো অবস্থা। এখানে ২০০ আসনের বিধানসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে বিজেপিও প্রায় কাছাকাছিই রয়েছে।

তেলেঙ্গানায় এগিয়ে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। যদি এ রকমই থাকে ফলাফল, তবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় যাবে এ সমিতি। এছাড়া দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস-টিডিপি জোট। বিজেপি তাদের চেয়ে পিছিয়ে থাকলেও তেমন ব্যবধান নেই প্রধান দুই দলের মধ্যে।

মিজোরাম ৪০ আসনের বিধানসভায় ইতোমধ্যেই ২০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেস এগিয়ে ১০টির মতো আসনে। বিজেপি তাদের পেছনে।

এদিকে, নির্বাচনে বিজেপির ভরাডুবি দেখে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

টুইটে তিনি বলেছেন, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা জনতার রায় এবং জনতার জয়। এই জয় গণতন্ত্রের।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।