ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কর্নাটকে মন্দিরের প্রসাদে বিষক্রিয়ায় ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
কর্নাটকে মন্দিরের প্রসাদে বিষক্রিয়ায় ১২ জনের মৃত্যু বিষক্রিয়ায় আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ভারতের কর্নাটকে মন্দিরের বিশেষ খাবার বা প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি অন্তত ৮২ জন।

পুলিশের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শুক্রবার (১৫ ডিসেম্বর) আক্রান্তদের মৃত্যু হয়।



রাজ্যের ছামারাজনগর জেলার মারাম্মা মন্দিরের প্রসাদে কোনো বিষ জাতীয় দ্রব্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, আমরা খাবারে নমুনা সংগ্রহ করেছি এবং তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির থেকে দেওয়া প্রসাদে কেরোসিনের গন্ধ ছিল। খাবার পেটে পড়ার সঙ্গে সঙ্গে তাই প্রত্যেকের বমি ও পেট ব্যথা শুরু হয়।

তবে মন্দির কর্তৃপক্ষ কেরোসিনের গন্ধ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বোয়ামি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মৃত প্রত্যেক পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।  

পুলিশ বলছে, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এ প্রসাদ বিলি করা হয়। ডাক্তাররা ধারণা করছেন কীটনাশক জাতীয় কোনো বিষ খাবারে ছিল।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।