তুষারঝড়ে মিজৌরি ও কানসাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়। শনিবার (১২ জানুয়ারি) সেখানে ১০ ইঞ্চি পর্যন্ত পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মিজৌরি ও কানসাসের সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
তুষারঝড়ের কারণে সেন্ট লুয়িসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
ওয়াশিংটনে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। ভার্জিনিয়ার অধিবাসীদের সতর্ক করে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরআর