এর ফলে প্লেনটি বিধ্বস্তের কারণ অনুসন্ধানে আরো কিনারা হলো বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালের ২৯ নভেম্বর রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছু সময় পর ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের ফ্লাইট ৬১০ জাভা সাগরে বিধ্বস্ত হয়।
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটি ছিলো অত্যাধুনিক মডেলের। দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যেই এর ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডাটা উদ্ধার করা সম্ভব হয়।
রেদওয়ান জামালউদ্দিন নামে দেশটির সমুদ্র বিষয়ক এক কর্মকর্তা জানান, প্লেন বিধ্বস্তের ঘটনায় সাগরের তলদেশে মানুষের মরদেহ পড়ে রয়েছে।
সেদিনের মর্মান্তিক ওই দুর্ঘটনার পর কর্মকর্তারা বলেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে সোমবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র একঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
জেডএস