শুক্রবার (২৫ জানুয়ারি) দেশটির রাষ্ট্রপতি ভবন প্রণব মুখার্জিসহ এ পুরস্কারে তিনজনের নাম ঘোষণা করে।
বাকি দুইজন হলেন- ভারতীয় জনসংঘের নেতা সমাজকর্মী মৃত নানাজী দেশমুখ ও বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা।
রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে বলা হয়েছে, পৃথক পৃথক ক্ষেত্রে অবদানের জন্য এবার এই তিনজন পেলেন ভারতের এই বেসামরিক সম্মাননা।
এদিকে, বিশিষ্ট ব্যক্তিত্বের এ অবদানের প্রশংসা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে।
টুইটে মোদী বলেছেন, ‘প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক। ’
১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। তারপর সেটা পাস হয়। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।
ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আনুগত্য ও অসামান্য প্রজ্ঞাবান এই বাঙালি ভারতের সর্বক্ষেত্রে শ্রদ্ধার পাত্র।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
টিএ