রোববার (০৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে প্লেনটি উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্গরাজ্যটির আরবা লিন্ডা শহরে বিধ্বস্ত হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান।
দুই ইঞ্জিনের ছোট্ট ওই প্লেনটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই শহরটির ৩২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গিয়ে একটি দু’তল বাড়িতে বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা বলছেন, বাড়িটিতে বসবাসকারী নিহত চারজনের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।
দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, প্লেনের আগুনে পুড়ে যাওয়া দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
একটি সূত্র বলছে, নিহত পাইলট প্লেনটির একমাত্র আরোহী ছিলেন। এছাড়া তিনি প্রায়ই ওই প্লেনটি নিয়ে বিভিন্নস্থানে যেতেন।
প্লেনটির ধ্বংসাবশেষ ঘটনাস্থলের পাশের চারটি ব্লকের মধ্যেই পাওয়া যেতে পারে। তাছাড়া ঘটনাটি তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি ২৭ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা নিয়োজিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসএমএ/টিএ