ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপরে প্লেন বিধ্বস্ত, নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপরে প্লেন বিধ্বস্ত, নিহত ৫ বাড়ির ওপরে প্লেন বিধ্বস্ত, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির ওপরে ‘সেসনা ৪১৪এ’ প্লেন বিধ্বস্ত হয়ে পাইলট এবং ওখানের চার বাসিন্দা নিহত হয়েছেন।

রোববার (০৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে প্লেনটি উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্গরাজ্যটির আরবা লিন্ডা শহরে বিধ্বস্ত হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান।

দুই ইঞ্জিনের ছোট্ট ওই প্লেনটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই শহরটির ৩২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গিয়ে একটি দু’তল বাড়িতে বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা বলছেন, বাড়িটিতে বসবাসকারী নিহত চারজনের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।

দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, প্লেনের আগুনে পুড়ে যাওয়া দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

একটি সূত্র বলছে, নিহত পাইলট প্লেনটির একমাত্র আরোহী ছিলেন। এছাড়া তিনি প্রায়ই ওই প্লেনটি নিয়ে বিভিন্নস্থানে যেতেন।

প্লেনটির ধ্বংসাবশেষ ঘটনাস্থলের পাশের চারটি ব্লকের মধ্যেই পাওয়া যেতে পারে। তাছাড়া ঘটনাটি তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি ২৭ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা নিয়োজিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসএমএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।