ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে ভবনে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
প্যারিসে ভবনে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার ওই আটতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরাসি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান ওই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।