গত রোববার ( ২ ফেব্রুয়ারি) সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের উপশহর নরাসোবার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বঙ্গৌরা বলেন, যেহেতু স্থানীয়রা বলছে এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খনির কর্মীরা বলেন, আমরা বহুদিন ধরে এই খনিতে কাজ করছি। দুর্ঘটনার কোনো ঝুঁকি আমাদের চোখে পড়েনি। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে।
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, খনিজসম্পদে সমৃদ্ধ গিনিতে প্রায়ই অবৈধভাবে খনি খুঁড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে সেখানে কাজ করা খুব বিপদজ্জনক।
গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে।
কিন্তু এসব খনিজ সম্পদ উত্তোলনের সঠিক ব্যবস্থাপনা হয় না বলে দেশটির মানুষের নুন আনতে পান্তা ফুরোয় দশা।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসএ/এইচএ/