ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসের অগ্নিকাণ্ডের দায়ে অভিযুক্ত ভারসাম্যহীন নারী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
প্যারিসের অগ্নিকাণ্ডের দায়ে অভিযুক্ত ভারসাম্যহীন নারী  সংগৃহীত ছবি

প্যারিসে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারসাম্যহীন এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রসিকিউটররা।

সন্দেহভাজন এই নারীকে আটক করার পর থেকে পুলিশের ‘মানসিক ফ্যাসিলিটি’ কেয়ারে রাখা হয়েছে।  

ওই ভবনে বসবাসকারী ৪০ বছর বয়সী এই নারীকে গত এক দশকে বহুবার মানসিক চিকিৎসা নিতে হয়েছে।

এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর রেমি হেইটজ বলেন, প্রায় ১২ দিন মানসিক চিকিৎসা কেন্দ্রে থাকার পর ঘটনার মাত্র ছয়দিন আগে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় সন্দেহভাজন ওই নারীকে তার প্রতিবেশীর সঙ্গে দৌঁড়ে বের হতে দেখা যায়। সেসময় নারীটি তার সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন।  

পুলিশ আরও বলে, আটকের সময় নারীটি নেশাগ্রস্থ ছিলেন এবং একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছিলেন।

অগ্নিকাণ্ডের ফুটেজে দেখা যায়, আটতলা ভবনটি থেকে উদ্ধার কর্মীরা ছোট ছোট মইয়ের মাধ্যমে স্থানীয়দের উদ্ধার করছে।

এর আগেও নারীটি পুলিশের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন। তবে তখন তাকে দোষী সাব্যস্ত করা হয়নি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। ২০০৫ সালের পর দেশটিতে এত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।