ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসীদের জন্য আশ্রয়স্থল নির্মাণ করবে পানামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
অভিবাসীদের জন্য আশ্রয়স্থল নির্মাণ করবে পানামা পানামায় আশ্রয় নেওয়া অভিবাসীদের একাংশ

পানামার দক্ষিণ সীমান্তে আগত অভিবাসীদের জন্যে আশ্রয়স্থল নির্মাণ করবে বলে জানিয়েছে দেশটির সরকার।

পানামার দারিয়েন প্রদেশের জঙ্গলপথে গত এক সপ্তাহে দেশটিতে প্রবেশ করেছে প্রায় ৭১৬ জন অভিবাসী, যাদের বেশিরভাগই কিউবা এসেছে থেকে।

পানামার ইমিগ্রেশন সংস্থার পরিচালক জেভিয়ের কেরিলো বলেন, দেশটিতে সবশেষ আসা অভিবাসী দলে হাইতিয়ান ও আফ্রিকানও রয়েছে।

তারা মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় যাত্রা শুরু করেছিল।  

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানায়, ৯ মিলিয়ন ডলারের আশ্রয়স্থলটিতে প্রায় ৪শ জন অভিবাসী থাকতে পারবে।

সরকার এর আগেও একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৬ সালে মধ্য আমেরিকান দেশ নিকারাগুয়ার মধ্য দিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে কিউবার কয়েক হাজার অভিবাসী পানামা ও কোস্টারিকায় আটকে ছিল।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।