ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হাইকমিশনার ‘প্রত্যাহার’ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ভারতে হাইকমিশনার ‘প্রত্যাহার’ করলো পাকিস্তান পাকিস্তান-ভারতের পতাকা

ঢাকা: কাশ্মীর হামালা ঘিরে ভারত-পাকিস্তান প্রতিবেশী দু’দেশের মধ্যে চলছে কূটনৈতিক চাপাচাপি। দু’দেশের হাইকমিশনারকে একে অপরের ডাকাডাকি হয়ে গেছে ইতোমধ্যেই। এমনকি পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। এবার এই উত্তেজনার মধ্যে ভারতে নিযুক্ত নিজেদের হাইকমিশনারকেও আলোচনার জন্য ইসলামাবাদে ফিরে যেতে বলেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভারতনিয়ন্ত্রিত রাজ্যটির পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এ নিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। হামলার পর দিন ভারতে তাদের হাইকমিশনারকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এদিকে, পাকিস্তান বিষয়টি অস্বীকার করে আসছে। তারাও ওইদিনই পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ডাকে ইসলামাবাদে। এই উত্তেজনাকর পরিস্থিতে এখন পাকিস্তানের হাইকমিশনার সোহেইল মাহমুদকে ফিরিয়ে নিচ্ছে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটে বলেছেন, ভারতে পাকিস্তানের হাইকমিশনারকে আলোচনার জন্য দেশে ফিরে আসতে বলা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালেই তিনি নয়াদিল্লি ছেড়েছেন।

সংবাদমাধ্যম বলছে, কয়েকদিন আগে পাকিস্তানে ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পর পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে।

ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের দুই হাইকমিশনারের মাধ্যমে নয়াদিল্লি ইসলামাবাদকে বলেছে, পাকিস্তানকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, এ ঘটনার জেরে পাকিস্তানেকে বাণিজ্যিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে ভারত। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পাকিস্তান থেকে দেশে আসা যেকোনো পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়িয়ে দিয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।