ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যর্থতার দায় নিয়ে ফিনল্যান্ড সরকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ব্যর্থতার দায় নিয়ে ফিনল্যান্ড সরকারের পদত্যাগ ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জুহা সিপিলা/ছবি: সংগৃহীত

ঢাকা: ফিনল্যান্ডে সামাজিক ও স্বাস্থ্যখাতের পুনর্গঠন করতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছে বর্তমান প্রধানমন্ত্রী জুহা সিপিলার নেতৃত্বাধীন জোট সরকার।

শুক্রবার (০৮ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জুহা সিপিলা।

এসময় তিনি বলেন, এ ব্যর্থতার দায়ভার আমার।

এটি আমার কাছে ব্যাপক হতাশার ব্যাপার।  

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ও স্বাস্থ্যখাতের পুনর্গঠনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল।

জুহা সিপিলার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ক্ষমতায় ঠিকই থাকবেন জুহা। আসছে ১৪ এপ্রিল দেশটির সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, সরকারি দলের পদত্যাগের ফলে আসন্ন নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়।  

পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের মূল উদ্দেশ্য ছিল জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি ও ২০২৯ সালের মধ্যে জনসাধারণের ৩.৪ বিলিয়ন ডলার ব্যয় কমানো। এসব উদ্দেশ্যই বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সিপিলার নেতৃত্বাধীন সরকার।

২০১৫ সালের নির্বাচনে সিপিলার দলের নেতৃত্বাধীন তিন দলীয় জোট ২০০ আসনের মধ্যে ১২৩ টিতেই জয় লাভ করেছিল। দলগুলো হচ্ছে- সিপিলার নেতৃত্বাধীন সেন্টার পার্টি, দি ন্যাশনাল কোয়েলিশন পার্টি এবং দি স্মল পপিউলিস্ট ব্লু রিফর্ম পার্টি।

তবে গত বছরে অভিবাসন নীতি নির্ধারণ নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের জেরে জোটটি দু’দলে বিভক্ত হয়ে গেছে।

অন্যদিকে, এ বছরেরই জুলাইয়ের ১ তারিখে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে ফিনল্যান্ডের।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।