ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ নয়, ট্রাম্পকে ৭৬ সাবেক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ২৫, ২০১৯
ইরানের সঙ্গে যুদ্ধ নয়, ট্রাম্পকে ৭৬ সাবেক কর্মকর্তা পারস্য উপসাগরে মার্কিন এয়াক্রাফট বাহক স্ট্রাইক গ্রুপ, ছবি: সংগৃহীত

ঢাক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছেন, ঠিক তখনই দেশটির সাবেক সামরিক শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন। পরিস্থিতি বিপরীতও হতে পারে উল্লেখ করে একটি চিঠিতে তারা বলেছেন, ট্রাম্পের বিবৃতি সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধ চালানোর কোনো ইচ্ছে তাদের নেই। চালালে পাল্টা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকির সৃষ্টি হতে পারে।

অবশ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হারে সামরিক উপস্থিতিকে পাত্তা দিচ্ছে না তেহরান। পাল্টা হুমকি দিচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশটি ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু পশ্চিমা স্বার্থের টানে যুদ্ধ লেগে গেলে ছাড় দেবে না বলে ছয় জাতি পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্পকে সতর্কও করছে।

যে কারণে ট্রাম্প ইরানকে ঘায়েল করতে এতোদিন যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন পারস্য উপসাগরে, তাতে তিনি এখন সন্তুষ্ট নন। তেহরানের নতুন হুমকি মোকাবিলায় পেন্টাগনকে আরও তৎপর হতে বলছেন। এমনকি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরও দেড় হাজার সেনা পাঠানোর নির্দেশ দিলেন। যা শুক্রবার (২৪ মে) পাঠিয়েও দিয়েছে পেন্টাগন। যাকে আবার যুক্তরাষ্ট্রের প্রস্তুতি হিসেবে ‘তুলনামুলক ছোট’ পদক্ষেপও বলছেন ট্রাম্প।

ইরানের মুখ বন্ধ করতে ট্রাম্প যখন এতোকিছু করছেন, তখন দেশটির সাবেক সামরিক শীর্ষ কর্মকর্তাদের তেহরানের সঙ্গে যুদ্ধে না যাওয়ার সতর্কতা কী তিনি শুনবেন? অবশ্য শুনলে শুনতেও পারেন। কেননা ট্রাম্প নিজেও বলে আসছেন ইরানের সঙ্গে তারা যুদ্ধে যেতে চান না। শুধু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাঁচিয়ে রাখতে তারা তৎপর।

যদিও এখনও সে ধরনের কোনো ঘটনা ঘটেনি, যে কারণে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে নামতে হবে। তবে উত্তেজিত হয়ে ঘটনা যেভাবে এগোচ্ছে, এতে বলা যায়, সামান্য একটু উসকানির সৃষ্টি হলেই দু’দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু দু’দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হুমকির পরিস্থিতির মধ্যে অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মর্তারা ডোনাল্ড ট্রাম্পকে ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধে না যাওয়ার আহ্বানও জানালেন।

ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা দেশটির ৭৬ জেনারেল, অ্যাডমিরাল এবং অ্যাম্বাসেডর স্বাক্ষরিত ওই খোলা চিঠিটিতে বলা হয়েছে, আরব উপসাগরীয় অঞ্চলে ইরানের বর্তমান শক্তি বৃদ্ধির বিষয়ে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করার জন্য আমরা আপনাকে লিখছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানের পারস্পরিক উত্তেজনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরে একটি মার্কিন এয়াক্রাফট বাহক স্ট্রাইক গ্রুপ এবং বি-২৫ বোমা হামলার দ্রুততম স্থাপনা সত্ত্বেও কূটনৈতিক সুবিধা কাজে লাগিয়ে মার্কিন সামরিক বাহিনীকে যে ইরান হামলা করতে পারে, সে বিষয়ে তেহরানের প্রস্তুতির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, ইরানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য মারাত্বক মোকাবিলাও হতে পারে। এছাড়া ইরানের সঙ্গে একটি যুদ্ধ ভুল ধারণাও হতে পারে। একইসঙ্গে মার্কিন হামলা অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের মধ্যে নাটকীয় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পাশাপাশি একটি যুদ্ধের সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রকে বিশাল আর্থিক, মানবিক এবং ভূ-রাজনৈতিক খরচ নিয়ে সশস্ত্র সংঘাতের দিকে পড়তে হবে।

মার্কিন সশস্ত্র বাহিনী ও কূটনৈতিক পরিষেবায় ব্যাপক ধারণাসহ জাতীয় নিরাপত্তা বিভাগের এক সময়ের পেশাদার হিসেবে নিজেদের অভিজ্ঞতা উল্লেখ করে স্বাক্ষরকারীরা চিঠিতে আরও উল্লেখ করেছেন, উভয় দেশের মধ্যে যোগাযোগের অভাবের কারণে উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়। যা কেবল ভুল বোঝাবুঝি থেকে বাড়তে থাকে। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রচলিত সামরিক দ্বন্দ্বের দেখা দেয়। যা থেকে ক্ষেত্র বিশেষ শুধু ক্ষতিই আশা করা যায়।

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা এও বলেছেন, ওয়াশিংটন এবং তেহরান একে অপরকে নিয়ে কড়া কথা বলছে এবং অন্যান্য মতামত যথাযথ বিপজ্জনকভাবে উপস্থাপন করছে। একইসঙ্গে এ নিয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টিও হতে পারে। যার সবই যোগাযোগের অভাবের কারণে হয়েছে।

এদিকে, এতোদিন ওয়াশিংটন থেকে হুমকির বিপরীতে কোনো পদক্ষেপ না নিয়ে একটু নীরব ছিল তেহরান। কিন্তু এখন পাল্টা জবাব দিচ্ছে। বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ছয় জাতি পরমাণু চুক্তি রয়েছে, সেটি থেকে আংশিক সরে যাবে দেশটি। পাশাপাশি নিজেদের রক্ষায় যুক্তরাষ্ট্র ছাড়া এই চুক্তিতে থাকা রাশিয়াসহ বাকি চার রাষ্ট্র এগিয়ে না এলে ইউরেনিয়াম (পারমাণবিক জ্বালানি) উৎপাদন আবার শুরু করবে বলে নড়েচড়ে বসেছে ইরান।

তবে বিশ্লেষকদের বরাত দিয়ে ‘সবকিছু উড়িয়ে’ দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, একটি পূর্ণ স্কেল বা বড় ধরনের যুদ্ধ দু’দেশের মধ্যে লাগবে, এটা এখনও অসম্ভাব্য। কারণ হুমকি হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অন্যান্য কয়েকটি রাষ্ট্রকে প্রতিমুখ বা দাঁড় করিয়েছে, সেসব ওয়াশিংটনের পুরো বিপরীত অবস্থানের। তারাও যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার। এছাড়া প্রতিরক্ষা সক্ষমতায়ও কম সামর্থ্যের নয়। আর এটা কিন্তু যুক্তরাষ্ট্রকে থামিয়ে দিতে ইরানের দুর্বল কোনো টার্গেট নয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।