ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৬ মে) টেলিফোনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকে নিরঙ্কুশ বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীও ফোনকলের জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দারিদ্র্য বিমোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও উন্নতিতে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এর আগে, নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই গত বৃহস্পতিবার (২৩ মে) এক টুইট বার্তায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, বিজেপি জোট নির্বাচনে জেতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য তার সঙ্গে কাজ করার আশা রাখি।
বিজেপি নেতাও ইমরান খানের টুইটের উত্তর দেন দ্রুতই। টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, আমি সবসময়ই এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে প্রধান্য দিয়েছি।
গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে ছিল এ ভোটের আয়োজন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ৩৫৩ আসন। এরমধ্যে কেবল বিজেপিই পেয়েছে ৩০৩ আসন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
একে