ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় ১৪ মিলিশিয়া সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুন ৮, ২০১৯
তালেবান হামলায় ১৪ মিলিশিয়া সদস্য নিহত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির মিলিশিয়া বাহিনীর ১৪ সদস্য নিহত ও সাত সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঘর প্রদেশের প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আবদুল হাই খাতেবি জানান, শুক্রবার তালেবানরা এ হামলা চালালে দেশটির মিলিশিয়া বাহিনীর ১৪ সদস্য নিহত ও সাত সদস্য আহত হন।

আহত সদস্যদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।  

তিনি আরও জানান, হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য এসে পাল্টা হানা দিলে তালেবানরা পিছু হটে। সে সময় তালেবান সদস্যরাও হতাহত হয়। তবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

আফগানিস্তানের প্রায় অর্ধেক অংশজুড়ে রাজত্ব করা তালেবান গোষ্ঠী প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। দেশটিতে প্রায় ১৮ বছর ধরে তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারের চলা যুদ্ধের অবসান ঘটাতে তালেবান সদস্যদের সঙ্গে কয়েক দফার শান্তি আলোচনাও চালিয়েছে যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।