ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে তাপদাহে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ভারতে তাপদাহে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু তাপদাহে দেখা দিয়েছে তীব্র পানি সংকট

ঢাকা: এই গ্রীষ্ম মৌসুমে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ তাপদাহে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটিরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

উত্তর ও মধ্য ভারতে টানা প্রায় এক মাস তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিল্লিতে গত ১০ জুন ৪৮ ডিগ্রি তাপমাত্রা উঠেছে- যেটা রাজধানী শহরের রেকর্ড।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের চুরুতে গত ১ জুন তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ায়। দেরিতে হলেও দক্ষিণাঞ্চলে বর্ষা দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখনো অপেক্ষা করছে বর্ষার জন্য।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।