ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ে প্লেন দুর্ঘটনায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
হাওয়াইয়ে প্লেন দুর্ঘটনায় ৯ জন নিহত ডিলিংহাম এয়ারফিল্ডের কাছে দুর্ঘটনায় পড়ে প্লেনটি। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে ছোট প্লেন দুর্ঘটনায় অন্তত নয় জন মারা গেছেন।

হনলুলু ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ডিলিংহাম এয়ারফিল্ডের কাছে প্লেন দুর্ঘটনার খবর পান।

হাওয়াই ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন এক টুইটে জানিয়েছে, কিং এয়ারের ফ্লাইটটির আর কোনো আরোহী বেঁচে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কয়েক মাইল দূর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে, প্লেনটি উড্ডয়ন নাকি অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে, তা পরিস্কার নয়।

ওয়েবসাইটের তথ্যমতে, ডিলিংহাম এয়ারফিল্ড মর্কিন সেনাবাহিনীর জরুরি উড্ডয়ন-অবতরণ ও হেলিকপ্টারের নাইট ভিশন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।