বিশ্বের সবচেয়ে বড় নদীগুলোর একটি ব্রহ্মপুত্র। এ নদের পানি আসামের বৃহত্তম সিটি গোহাটি দিয়ে ঢুকেছে।
বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (১২ জুলাই) থেকে রাজ্যটির সব ফেরি চলাচল সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।
তারা বলছেন, এ সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস পেয়ে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কর্মকর্তারা এও বলছেন, বন্যার পানিতে এ অঞ্চলের ২৭ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া বন্যার কবলে পড়ে সাত হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা রাজ্যের ৬৮টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
টিএ