শুক্রবার (১৯ জুলাই) সকালে কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গেটের সামনে পেতে রাখা আরেকটি বোমা নিষ্ক্রিয় করেছে বিশেষজ্ঞ দল।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগান পুলিশের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে দু’টি গাড়িতে আগুন ধরে যায়। তবে, এটি আত্মঘাতী নাকি দূর-নিয়ন্ত্রিত হামলা, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভবনগুলোতে অসংখ্য শিক্ষার্থীরা থাকেন। শুক্রবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়টিতে বেশ কয়েকজন আইনজীবী বিচারক হওয়ার পরীক্ষা দিচ্ছিলেন। তাদের লক্ষ্য করেও এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
একে