ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে বিস্ফোরণে নিহত ৬ গেটের সামনে পেতে রাখা আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭ জন। 

শুক্রবার (১৯ জুলাই) সকালে কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  গেটের সামনে পেতে রাখা আরেকটি বোমা নিষ্ক্রিয় করেছে বিশেষজ্ঞ দল।

 

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগান পুলিশের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে দু’টি গাড়িতে আগুন ধরে যায়। তবে, এটি আত্মঘাতী নাকি দূর-নিয়ন্ত্রিত হামলা, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভবনগুলোতে অসংখ্য শিক্ষার্থীরা থাকেন। শুক্রবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়টিতে বেশ কয়েকজন আইনজীবী বিচারক হওয়ার পরীক্ষা দিচ্ছিলেন। তাদের লক্ষ্য করেও এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।