সোমবার (২২ জুলাই) দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানায়, মার্কিন বেসরকারি গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
আটক ওই গুপ্তচরদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
২০১৮ সালে এসব গুপ্তচরদের আটক করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।
বিষয়টি এতোদিন গোপন রাখলেও, চলমান সংকটময় মুহূর্তে এসে তা প্রকাশ করেছে ইরান কর্তৃপক্ষ।
আরও পড়ুন>>ব্রিটিশ জাহাজ আটকের ঘটনায় টেরিজা মে’র বৈঠক
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএ/টিএ