ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে মসজিদে ফের বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
জার্মানিতে মসজিদে ফের বোমা হামলার হুমকি ডুইসবার্গ শহরের কেন্দ্রীয় মসজিদ

ঢাকা: ডানপন্থি সন্ত্রাসী সংগঠনের দেওয়া বোমা হামলার হুমকিতে জার্মানির পশ্চিমাঞ্চলীয় ডুইসবার্গ শহরের কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় ডুইসবার্গ শহরের কেন্দ্রীয় মসজিদের কর্মকর্তাদের কাছে মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয় কমব্যাট-১৮ নামে একটি ডানপন্থি সন্ত্রাসী সংগঠন।

সেখানে মসজিদের প্রবেশপথে বোমা রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।  

এ হুমকির জেরেই ডুইসবার্গ শহরের বৃহত্তর এ মসজিদটির কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে মসজিদসহ পুরো ডুইসবার্গ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, মসজিদ প্রাঙ্গণে চালানো হচ্ছে তল্লাশি।
             
দেশটির কর্তৃপক্ষ জানায়, এ মাসেই এখন পর্যন্ত পাঁচটি মসজিদে হামলার হুমকি এসেছে। ফলে এদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

সাম্প্রতিক বছরগুলোতে ডানপন্থি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমে জার্মানির মানুষদের মধ্যে এক ধরনের ধর্মীয় ভীতি তৈরি হয়েছে। দেশটির পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে বসবাসরত মুসলিমদের শারীরিকভাবে লাঞ্ছনা, হুমকি ও বিভিন্ন মসজিদে হামলাসহ মোট ৮১৩টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

পশ্চিম ইউরোপের মধ্যে ফ্রান্সের পরে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জার্মান। এদেশে বসবাসরত ৮ কোটি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ৫০ লাখ মানুষই ইসলাম ধর্মের অনুসারী।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।