শুক্রবার (২৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি সুর বাহের এলাকায় বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল। তাদের দাবি, ভবনগুলো পশ্চিম তীর সীমানার খুব কাছাকাছি তৈরি করা হয়েছিল।
এতে গৃহহীন হয়ে পড়ে অন্তত ১৭টি পরিবার। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
এ নিয়ে জরুরি বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পরে, ভবন ভেঙে ইসরায়েলই প্রথম চুক্তি ভঙ্গ করেছে বলে দাবি করে, তাদের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন তিনি।
চুক্তি বাতিলের বিষযটি কার্যকর করতে একটি কমিটি করা হবে বলেও জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েল।
মাহমুদ আব্বাস এর আগেও ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন। তবে, সে ঘোষণার বাস্তবায়ন কখনোই দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
একে