সোমবার (২৯ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (২০ জুলাই) বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির নিকটবর্তী নগানজাই জেলায় একটি শেষকৃত্যের আয়োজন চলছিল।
স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা জানান, দু’সপ্তাহ আগে ওই গ্রামবাসীর হাতে বোকো হারামের ১১ সদস্য প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি এ ঘটনাটি তদন্ত করতে নৌ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এএটি