ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে ‘দাঙ্গায়’ ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, জুলাই ৩০, ২০১৯
ব্রাজিলে কারাগারে ‘দাঙ্গায়’ ৫০ জনের মৃত্যু

ঢাকা: ব্রাজিলের আলতামিরা কারাগারে ‘দাঙ্গায়’ ৫০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কারা কর্তৃপক্ষ জানায়, দুই কর্মকর্তাকে জিম্মি করে কারাগারের মধ্যে আগুন দেওয়া হয়।

এতে অনেক কয়েদি দম বন্ধ হয়ে মারা যায়। এছাড়া ১৬ জনকে টুকরো করে কেটে ফেলা হয়েছে।

এরআগে, চলিত বছরের গত মে মাসে অ্যামাজনাস রাজ্যের মানাউসের চারটি বিভিন্ন কারাগারে ‘দাঙ্গায়’ ৪০ জন নিহত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।