ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভবনের ওপর সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ১৫

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
পাকিস্তানে ভবনের ওপর সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ১৫ ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে পাঁচ জন ক্রু ও ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ইসলামাবাদের নিকটবর্তী শহরটিতে এ দুর্ঘটনা ঘটে।  

উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, প্লেনটি প্রশিক্ষণের জন্য উড্ডয়নকালে কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্লেনটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভবনগুলোতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা গেছে। ছাদের ওপর প্লেনটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।

২০১০ সালে ইসলামাবাদে এয়ারব্লু  এয়ারলাইনের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ১৫২ জন নিহত হন। এটিই দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্লেন দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।