গত সোমবার (২৯ জুলাই) উতাহ অঙ্গরাজ্যে প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান থম্পসন। পরে তার দেহে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে মঙ্গলবার (৩০ জুলাই) থম্পসনের মরদেহের খোঁজ পান স্বজনরা।
সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ইউটিউবে ‘দ্য কিং অব র্যানডম’ নামে একটি চ্যানেল চালাতেন থম্পসন। তার এই চ্যানেলে সাবস্ক্রাইবার বা নির্দিষ্ট দর্শক ছিল ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ। এই চ্যানেলে সঞ্চালনা করে মূলধারার উপস্থাপকদের মতোই তারকাখ্যাতি লাভ করেন থম্পসন।
ওয়াশিংটন কাউন্টির প্রশাসনিক প্রধান এক বার্তায় জানান, উদ্ধারকারী বাহিনী থম্পসনের প্যারাগ্লাইডিংয়ে ব্যবহৃত সরঞ্জাম এবং তার ভিডিও রেকর্ডিংয়ের ডিভাইস উদ্ধার করেছে। ওই ডিভাইসের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএ/