এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (১ আগস্ট) থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কেজরিওয়াল বলেন, আজ (১ আগস্ট) থেকে দেশের সবচেয়ে সস্তা বিদ্যুৎ মিলছে দিল্লিতে।
আম আদমি পার্টির প্রধান বলেন, ভিআইপি ও বড় বড় রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুৎ পেলে তা নিয়ে কেউ কিছু বলে না। তাহলে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে?
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এ পদক্ষেপের ফলে গরমকালে দিল্লির ৩৩ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আর শীতকালে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ৭০ শতাংশ।
তবে, অরবিন্দ কেজরিওয়ালের এ পদক্ষেপকে নির্বাচনী পরিকল্পনা বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপি।
দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, এটি কেজরিওয়ালের দলের সিদ্ধান্ত নয়। এটি বিজেপির সংগ্রামের ফল… আমরা দুই দিক থেকে দেখতে পাচ্ছি, এটি নির্বাচনের আগে মানুষকে আকর্ষণ করার পরিকল্পনা মাত্র। তারা দিল্লিবাসীর কাছ থেকে সাত হাজার কোটি (রুপি) লুট করেছে। এসব ফিরিয়ে দেবে কবে?
গত বুধবার (৩১ জুলাই) জানানো হয়েছে, গোটা ভারতের মধ্যে রাজধানীতেই বিদ্যুতের মূল্য সবচেয়ে কম। সেখানে গত পাঁচ বছর ধরে বিদ্যুতের দাম বাড়েনি। ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকা একমাত্র শহরও দিল্লি।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
একে