শুক্রবার (২ আগস্ট) সৌদি রাজ পরিবারের এক আদেশে বলা হয়েছে, এখন থেকে ২১ বছর বয়সী যেকোনো নারী অভিভাবকের সম্মতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন ও বিদেশ ভ্রমণ করতে পারবেন।
নতুন আদেশ অনুযায়ী, নারীরা সন্তানের জন্ম, বিবাহ বা বিবাহ বিচ্ছেদের নিবন্ধন করতে পারবেন।
এছাড়া, চাকরিতে যোগদানের ক্ষেত্রেও পুরুষের সমান অধিকার পাবেন সৌদি নারীরা। দেশটির সব নাগরিক এখন থেকে শারীরিক অক্ষমতা, বয়স বা লিঙ্গ বৈষ্যমের শিকার না হয়েই যেকোনো কাজে যোগ দিতে পারবেন।
এতদিন সৌদি নারীদের বিদেশ ভ্রমণ বা পাসপোর্ট করার ক্ষেত্রে স্বামী, পিতা বা অন্য পুরুষ আত্মীয়ের অনুমোদন নিতে হতো।
সম্প্রতি উদারপন্থি বলে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশটির নারীদের ওপর আরোপিত বিভিন্ন বিধি-নিষেধ শিথিল করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে নারীদের গাড়িচালনা, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতিসহ বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
একে